চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ

0
256
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে দুর্ভোগ বাড়তে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের খেটে খাওয়া মানুষের। এদিকে শীতজনিত ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি বৃদ্ধরাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। কয়েকদিন ধরেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। শীত
বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। জেলা হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন রোগী ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎ সক। ডায়রিয়া ওয়ার্ডে ২৬ জন শিশু এবং ৮ জন বয়স্ক পুরুষ ভর্তি ছিলেন।
এছাড়া বহিঃর্বিভাগে প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১২০০ রোগীর মধ্যে ৫’শ থেকে ৭’শ ঠান্ডায় আক্রান্ত রোগী প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে ওয়ার্ডে বেড না পেয়ে অনেকেই হাসপাতা লের বারান্দায় রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ নাদিম সরকার জানান, শীত হঠাৎ করে বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ।
এসময়ে সধারণত এসব রোগীর সংখ্যা বাড়তে থাকে। ঠান্ডা কমে গেলে ডায়রিয়ার প্রকোপ কমতে থাকে। তবে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও রোগিদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here