চাঁপাইনবাবগঞ্জে চোরের এলোপাথাড়ি ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী ও ছেলে গুরুত্বর আহত !

0
49

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে চোরের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এক দম্পতি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার মহারাজপুর ঘোড়াস্টান্ডে তোহরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই দম্পতীর ছেলেও আহত হয়। আহতরা হলেন- তোহরুল ইসলাম (৪৫), তার সহধর্মিণী মর্জিনা (৩৮), ও তাদের ছেলে তৌহিদ (১৫)। ওই দম্পতি রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলে চিকিৎসাধীন আছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর বলেন, তোহরুলের বাড়িতে চুরির উদ্দেশ্যে কয়েকজন অজ্ঞাত চোর ঢোকে।

বাড়িওয়ালা টের পেয়ে চোরকে আটক করার চেষ্টা করলে তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তোহরুল ও তার সহধর্মিণী মর্জিনার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

তিনি আরও বলেন, তোহরুলের ছেলে তৌহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং এঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here