চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আদমশুমারী ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জন গোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), জেলা শাখার আয়োজনে শনিবার সকালে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়স্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন হয়।
বিডিইআরএম জেলা শাখার সভাপতি ব্রম্ভানাথ ঠাকুরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক দেব সাগর ঠাকুর, উপদেষ্টা সাজেমান আলী, সাংবাদিক জাকির হোসেন পিংকু, শ্যাম কিশোর মহারাজ, সহ-সেক্রেটারী অর্মিতা দাসসহ অন্যরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপদেষ্টা শ্রীমতি পলাশী দত্ত, সাংগঠনিক সম্পাদক পশুপতি রবি দাস, সদস্য শোভারানী দাস, আজহারুল ইসলাম, অবনী রবি দাস, অশোক রবি দাস, সঞ্চিতা মন্ডল, সোনালী দাস, ডলি দাস, সোনালী চৌধুরীসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা, আদমশুমারী ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্ত, এসডিজি’র আলোকে একটি জাতীয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, সম্প্রদায় ভিত্তিক তথ্য সরকারিভাবে সংগ্রহ ও সংরক্ষণ, বৈষম্য বিলোপ আইন প্রনয়নসহ বিভিন্ন দাবি জানান।