চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন !

0
123
চাঁপাইবাবগঞ্জ প্রতিনিধি ॥ একটি ধর্ষণ মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এই রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপ জেলার চককীর্তী ইউনিয়নের রানীবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু ও মামলা বিরণীতে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে রানীবাড়ি গ্রামের পাশ্বর্বতী গুপ্ত-মানিক গ্রামের জনৈক মনিরুল ইসলামের মেয়ে (২৩) যুবতীকে দীর্ঘদিন ধরে (প্রায় ১ বছর) ধর্ষণ করে এবং বিয়ে না করে প্রতারণা করে।
শেষে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করে ধর্ষিতা নিজেই। প্রায় ৩ বছরের মাথায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক, ধর্ষক আনোয়ার হোসেনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র
আইন জীবী মো. আব্দুল ওয়াদুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here