চাঁপাইনবাবগঞ্জে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া !

0
95

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলো চনা সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা চেয়ারম্যান গণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালন মো. আনিছুর রহমান, জেলা এলজি ইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, চাঁপাই নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পা দক কামাল শুকরানাসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়। উন্নয়ন সভায় জেলার বিভিন্ন দপ্তরের বর্তমান কাজের অগ্রগতি ও করনীয় বিষয়ে আলোচনা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here