চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ২দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা চত্বরে এ সমাপণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম (তসি)। বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সদর, মোঃ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম।
শেষে মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।