চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাই এর হাতে ভাই খুন !

0
47

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা গাবতলা এলাকায় মোহাম্মদ মোস্তফার দুই ছেলে এ্যাড. ইলিয়াস হোসেন ও গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই জেরে বৃহস্পতিবার সকালে গোলাম মোস্তফার ছোট ছেলে গোলাম মোর্শেদ মিলনকে (৪০) হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান জানান, একই বাড়িতে থাকত দুই ভাই।

জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। বিরোধ নিস্পত্তির জন্য বুধবার রাতে দুই ভাইকে নিয়ে স্বজনরা বসেছিলেন। সেই মিমাংসার চেষ্টার পর সকাল ৮টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় গোলাম মোর্শেদ মিলনকে চাকু দিয়ে গলা কেটে নিজ কক্ষ্যেই হত্যা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে এ্যাড. ইলিয়ার হোসেনই খুন করছে বলে প্রমান মিলছে। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here