চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে দুর্গম চরাঞ্চল এলাকা পরিদর্শনে এসপি

0
104

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নবাগত পুলিশ সুপারের যোগদানের পর থেকেই জেলাকে মাদকমুক্ত করার সক্রিয় ভূমিকার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে
জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম সেবা।

শুক্রবার বিকেলে এক সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, আইন-শৃংখলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।

দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়ক ও নদীপথ অতিক্রম করে দুর্গম এলাকা নারায়নপুর চরাঞ্চলে গিয়ে সভা শেষে পুলিশ সুপার ছাইদুল হাসান নারায়নপুর ইউনিয়নের বিজিবির জহুরপুর ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মো. আতোয়ার রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন, ইসলামপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আজগর আলীসহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here