চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

0
198
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়স্থ মাইক্রো স্টান্ডের পিছনের পুকুরে লিয়াকত আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মৃত বৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আজইপুরের দক্ষিণ পাড়ার মৃত তৈমুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত লিয়াকত আলী মাদকসেবী ছিলো, তিনি প্রায় দিনই মাদক সেবন করতেন। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি দুপুর বেলা গোসল করতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়, ফলে সাতার না জানায় ডুবেই তার মৃত্যু হয়।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন পানিতে ডুবে বৃদ্ধ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here