চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর সোনামসজিদ এলাকা থেকে ভারতীয় জাল রুপী ও বাংলাদেশী জাল টাকাসহ এক
ব্যবসায়ী কে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। আটক জাল নোট ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাকদুলালপুর গ্রামের মোঃ মুনসুর আলীর ছেলে মোঃ শামীম (৪০)।
র্যাবের এক প্রেসনোটে গভীর রাতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৮ আগস্ট রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের মুল গেইটের সামনে অভিযান চালায়।
এসময় ভারতীয় জাল ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ রুপি এবং বাংলাদেশী জাল টাকা-১১ হাজার ৯৫০ টাকা সহ জাল নোট ব্যবসায়ী মোঃ শামীমকে হাতে-নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকেই জাল নোট ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।