চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ধর্ষক নওগাঁ জেলার মান্দা থানার আরামবাগ গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে আরিফ হোসেন সরকার (৩০)।
র্যাবের এক প্রেসনোটে জানান, র্যাব-৫ চাঁপইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ অক্টোবর দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার সদর থানার তেরখাদিয়া রাজাপাড়া এলাকায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে একটি অভিযান চালায়।
এসময় নওগাঁ জেলার মান্দা থানার ১৯ জুলাই এ হওয়া ২২ নম্বর মামলার এজাহার নামীয় পলাতক আসামী আরিফ হোসেন সরকার (৩০) ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর
গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল। এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় মামলা হয়েছে।