চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের ইয়াবা উদ্ধার ॥ আটক এক নারী ব্যবসায়ী

0
197
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ এক নারী ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার বেলা পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোমিনপাড়া এলাকা থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়াগোলা গ্রামের নারী মাদক ব্যবসায়ী মো. মানিক মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩৫)।
র‌্যাবের এক প্রেসনোটে সোমবার বিকেলে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৮ ডিসেম্বর সোমবার বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার নয়াগোলা মোমিন পাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।
এসময় ৩৪০ পিচ ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আয়শা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here