চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি-১৯৮৮ ‘বন্ধু মিলন মেলা’ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের আয়োজনে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মিলন মেলা হয়।
‘বন্ধু আমরা ৮৮-সুখ-দুঃখে পাশাপাশি’ স্লোগানে এদিন সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ১৯৮৮ এসএসসি গ্রুপের সদস্যরা।
বন্ধু মিলন মেলায় উপস্থিত ছিলেন, কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ হিরা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাংস্কৃতিক কর্মী আমিনুল হক আবির, ব্যাংকার আরিফুর রহমান, সহকারী অধ্যাপক একে আনার, ইমতিয়াজ, শওকত, টিপু, সৈয়দ মোহম্মদ সাইদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের সদস্যরা।
মধ্যাহ্নের পর আলাপচারিতা ও স্মৃতিচারণে মেতে উঠে বন্ধু মিলন মেলার সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল ৫টায় মিলন মেলা শেষ হয়। বন্ধু মিলন মেলার সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন কামরুল হাসান জুয়েল ও সাইফুল ইসলাম তনু।