চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর আয়োজনে বসন্তবরণ !

0
38

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পিঠা উৎসব, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালসহ অন্যরা।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here