চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে চাঁপাই নবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যো গে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু
মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা
প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা প্রশা সন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা এলজিইডি, জেলা জন স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, জেলা শিশু একাডেমী, হরিমোহন সরকারি উচ্চবিদ্যা লয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়, জেলা মৃত্তিকা সম্পদ উন্ন য়ন, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতি ষ্ঠান।
পরে সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সাবেক সচিব নুর উর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন মৃধা, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জন স্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সদর উপজেলা চেয়ার ম্যান তসিকুল ইসলাম তসি, নির্বাহী অফিসার ইফফাত জাহান, সদর ভুমি কমিশনার আনিসুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খান, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বিকেল ৪টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলো চনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।