চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র মুর‌্যাল উন্মোচন!

0
239
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র নবনির্মিত মুর‌্যাল উন্মোচন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু’র মুর‌্যাল উম্মোচন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, মোস্তাক হোসেন, মো. আলা উদ্দিন, মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার (ভূমি) সদর মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর, রবিন মিয়া, রওশন জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নুরুন নাহার রুবিনা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানাসহ অন্যরা।
জাতির জনক বঙ্গবন্ধু’র মুর‌্যাল উম্মোচন শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সদর উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিনসহ অন্যান্য অতিথিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here