Tuesday, November 24, 2020
Home রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার সুন্দরপুর ও নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার দৈর্ঘের ১৬টি অবৈধ কারেন্ট জাল ও ১৫কেজি ইলিশ মাছ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দপ্তর।

শুক্রবার বিকেল থেকে রাত সন্ধ্যা রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। জব্দ ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, নাচোল খামার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও মৎস্য বিভাগের অন্যান্য সহকর্মীরা।

সদর উপজেলা মৎস্য দপ্তরের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত টাওয়ারের ঘাট হতে উজানে সুন্দরপুর ও নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৮ হাজার মিটার এবং মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।

অভিযানে প্রায় ১৫ কেজি ইলিশ পাওয়া যায়, তা এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জালগুলো টাওয়ারের ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভ্যাকসিন প্রয়োগ করতে আমাদের ভালো ব্যবস্থা নিতে হবে। শুধু ভ্যাকসিন আমদানি নয়, বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে। আজ...

পিঠ কোমরে ব্যথায় করনীয় !

একভাবে দীর্ঘ ক্ষণ অফিসে বসে কাজ করলে মাঝে মধ্যে ২-৩ মিনিটের জন্য ব্রেক নিয়ে একটু হেঁটে আসুন। চিকিত্সকরা জানাচ্ছেন, ২ ঘণ্টা একটানা বসে থাকলে...

অভিনয়ে আসছেন সানিয়া মির্জা !

টেনিস তারকা সানিয়া মির্জা অভিনয়ে নামছেন। একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন শোয়েব পত্নী। ‘এমটিভি প্রবিহিশন অ্যালন টুগেদার’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন...

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩২ জনের মৃত্যু !

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২...

Recent Comments