Friday, October 30, 2020
Home রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্যের স্ত্রীসহ নিহত ২ ॥ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্যের স্ত্রীসহ নিহত ২ ॥ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সড়ক দূর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বিজিবি’র স্ত্রীসহ ২জন নিহত ও ২জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সোনামসজিদ আঞ্চলিক সড়কের টোলপ্লাজার সামনে ট্রাক চাপায় এক বিজিবি সদস্যের স্ত্রী ও তার শ্যালিকা নিহত হয়। এঘটনায় আহত হয় বিজিবি সদস্য রজব আলী (২৯) তার শিশু সন্তান আহত হয়েছে।
রবিবার বেলা ১০ টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে সোনামসজিদ বেড়াতে যাবার সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার হাতনাবাদ এলাকার মাসফুয়া বেগম (২০) এবং নিহতের বোন সাথী খাতুন (১৫)। আহত রজব আলী (২৯) বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ আহত বিজিবি সদস্য রজব আলীর বরাত দিয়ে জানান, রবিবার বেলা ১০টার দিকে তিনি স্ত্রী, শিশু সন্তান ও শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সোনা মসজিদ বেড়াতে যাচ্ছিলেন। এসময় আঞ্চলিক সড়কের টোলপ্লাজার কাছে সোনামসজিদগামী একটি ট্রাক কে ওভারটেক করছিলো।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রনের চেষ্টাকালে ছিটকে পড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই তার স্ত্রী মাসফুয়া ও শ্যালিকা সাথি খাতুন মারা যায় এবং বিজিবি সদস্য রজব আলী ও তার সন্তান গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাতারের দোহায় মহিলাদের নগ্ন করে তল্লাশির অভিযোগ !

তীব্র নিন্দার মুখে পড়েছে কাতার। অস্ট্রেলিয়াগামী ১৮ জন মহিলাকে বিমান থেকে নামিয়ে দোহা বিমানবন্দরে  নগ্ন করে তল্লাশির অভিযোগ উঠেছে।  শেষপর্যন্ত চাপের মুখে ক্ষমা চাইতে...

পুজো শেষের আনন্দ-কোলাজ….!

পুজোটা এবার হবে কিনা তা নিয়েই চিন্তায় ছিলেন আপামর পুজোপ্রেমী। ২০২০ সালের করোনাভাইরাসে আক্রান্ত বছরে মানুষের খুশির পরিমাণ বেশ খানিকটাই কম। তাও নিজেদের মতো...

শপথ নিলেন নির্বাচিত দুই এমপি !

ঢাকা-৫ সংদীয় আসনের কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ নিয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে তাদের শপথ বাক্য...

বার্সার প্রেসিডেন্টের পদত্যাগ !

চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ বার্সেলোনা বনাম জুভেন্তাস ম্যাচের আগে দু-দু’টো বড় ঘটনা ঘটে গেল। এবং দু’টো খবরই লিওনেল মেসির (Leo Messi) মনঃপূত হওয়ার মতো। প্রথম,...

Recent Comments