চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সজনে গাছের ডালকাটা কে কেন্দ্র করে দ্বন্দ্বের সমঝোতা করতে গিয়ে ও স্ত্রীর ভাতিজার উপর হামলা ঠেকাতে গিয়ে ফুফা মজনু আলীর (৬৫)’র মৃত্যু
হয়েছে।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মজনু আলী একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। প্রত্যক্ষদশী ও স্থানীয় সুত্র জানায়,
সকালে বাড়ির পাশে দানেশের সীমানায় একটি সজনে গাছের ডাল সোহেলের বাড়ির চালে আটকে থাকলে সোহেল ডালটি কাটতে যায়।
এসময় প্রথমে দানেশ ও পরে তার ভাই কায়েম সোহেলকে বাধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সোহেলের উপর চড়াও হয় তারা। এ সময় সোহেলের ফুফা মজনু আলী তার চাচাত ভাই দানেশ ও কায়েমকে বোঝানোর একপযায়ে তর্কে জড়িয়ে পড়েন।
এসময় রড ও লাঠিসোটা নিয়ে সোহেলের উপর হামলা চালানোর সময় সোহলকে বাঁচাতে মজনু এগিয়ে গেলে দানেশ ও তাদের সহযোগীদের আঘাতে গুরুতর জখম হন মজনু এবং এর কিছুক্ষন পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এঘটনায় আহত হয় এক নারীসহ দুইজন।
এ ব্যাপারে স্থানীয় ওয়াড সদস্য মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগে সীমানা নিয়ে সোহেল ও দানেশের পরিবারকে নিয়ে একাধিক সালিস হলেও এ নিয়ে মৃত্যুর ঘটনাটি দু:খজনক।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচাজ চৌধুরি যোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদশন ও প্রাথমিক তদন্ত করে লাশ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।