চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার মালপুর বাজার হতে ৬’শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কালাহাট হাজীনগর গ্রামের মৃত বজলুর রহমানের দ্ইু ছেলে মোঃ আব্দুল মালেক (৪২) ও আব্দুল হামিদ (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।