চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0
224
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ সংবর্ধনা দেয়া হয়। এসময় ৭৩ জন বীর মুক্তিযোদ্ধা সদস্যকে রজনীগন্ধা ফুল ও বিশেষ উপহার দিয়ে সম্মানিত করা হয়।
পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল-ই-খুদা পলাশ, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন, জেলা পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. গোলাম সারোয়ারসহ অন্যরা।
পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। দেশের নাগরিক হিসেবে আমাদের এ সুর্য্য সন্তানদের যোগ্য সম্মান দিতে হবে। পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে, আপনাদের জন্য জেলা পুলিশের দরজা সর্বদা খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here