চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পৃথক অভিযানে জেলার আজমতপুর ও সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল ও রয়েল মদ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভি যানের বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট আনুমানিক রাত ১১টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-২২ হাজার টাকা।
এছাড়াও ৯ আগস্ট আনুমানিক রাত সোয়া একটার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ আটক করতে সক্ষম হয়।
আটককৃত রয়েল স্টেজ মদ এর সিজার মূল্য-১৫ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল ও রয়েল স্টেজ মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।