চাঁপাইনবাবগঞ্জে কচ্ছপের হাড়- হেরোইন-ফেন্সিডিল উদ্ধার

0
82

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদে অভিযান চালিয়ে পৃথক অভিযানে চৌকা সীমান্তে কচ্ছপের হাড়, ফেন্সিডিল, মোটর সাইকেল, আজমতপুর সীমান্তে ফেন্সিডিল এবং সোনামসজিদ সীমান্তে হেরোইন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭ মেইন হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোড়ইপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফেন্সিডিল এবং মোটর সাইকেল এর সিজার মূল্য-১ লক্ষ ৪৫ হাজার ৮’শ টাকা। এছাড়া, ২৩ আগস্ট আনুমানিক রাত দেড়টার দিকে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দাদন চক মাঠ নামক স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ০১টি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ৬ কেজি কচ্ছপের হাড় আটক করতে সক্ষম হয়। আটককৃত কচ্ছপের হাড় এর সিজার মূল্য-৯ লক্ষ টাকা।

অন্যদিকে, ২৩ আগস্ট রাত সাড়ে ৪টার দিকে আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার মূল্য-২৯ হাজার ৬’শ টাকা।

এদিকে, ২২ আগস্ট আনুমানিক রাত পৌনে ৯টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলা দেশের অভ্যন্তরে তাহখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর সিজার মূল্য-১০ লক্ষ টাকা। আটককৃত কচ্ছপের হাড়, ফেন্সিডিল, মোটর সাইকেল, হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here