চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন পাঁচ গুণীজন !

0
216

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

২০২১ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতি আলকাপে বিরেন্দ্র নাথ সরকার, কন্ঠসংগীতে মোঃ আলাউদ্দিন, নাট্যকলায় মোঃ ইউসুফ আলী, যন্ত্রশিল্পী দোতরা মোঃ তোহরুল ইসলাম ও সৃজনশীল সাংস্কৃতিকে চাঁপাই গম্ভীরা। এসব শিল্পীদের হাতে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, ১০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহ-মেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে অংশ নেন জেলার শিল্পীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল বলেন, বাংলাদেশ শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় নীতিমালা ‍অনুযায়ী নবম বারের মত সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এর আগে ৮ বারে ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here