চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার !

0
273
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একজনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার রাজারামুপর এলাকার একটি আমবাগান থেকে মেহেরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মেহেরুল গোমস্তাপুর উপজেলার রাজরামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুলের ছেলে (৩৩)।
তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে না পারলেও; দ্রুত ই তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহিৃত করে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন গোম-স্তাপুর থানার অফি সার ইনচার্জ দিলীপ কুমার দাস। ওসি দিলীপ কুমার দাস আরও জানান, মেহেরুল নাচোল উপজেলার একটি পেয়ারা বাগানে কাজ করতো। গতকাল রবিবার সে বাসায় আসে।
রাত আটটার দিকে সে বাড়ি থেকে বের হলেও; রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে বাড়ির অদুরে একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেরুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিনের একটি দল তদন্তে নেমেছে বলেও জানায় ওসি। অন্যদিকে, এমন হত্যাকান্ডে এলাকার মানুষ চরম দুশ্চিন্তাগ্রস্থ। এঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের এলাকার শত শত নারী-পুরুষ ভীড় জমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here