চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরের রেললাইনের ধার থেকে মনজুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনজুর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহা. সোলায়মান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুরের মরদেহ উদ্ধার করে। ভোরে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন তিনি এমন ধারনা করা হচ্ছে।
প্রথমে মনজুরের পরিচয় পাওয়া না গেলেও মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। মনজুরের স্বজন জানিয়েছেন, কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন তিনি।
উপপরিদর্শক সোলাইমান বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিত ময়নাতদন্ত না করেই দুপুরে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।