চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দিয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো। এর ফলে তাইওয়ানের সঙ্গে দেশটির সম্পর্ক ছিন্ন হতে চলেছে।
২০২১ সালে তার নির্বাচনী প্রচারণার সময়ই বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন ক্যাস্ত্রো। তিনি বলেন, হন্ডুরাসের উচিৎ বেইজিং-এর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার আগেই পুনরুদ্ধার করা। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, এবার সরাসরি সম্পর্ক স্থাপনের বিষয়টি ঘোষণা করলেন জিওমারা ক্যাস্ত্রো। মঙ্গলবার টুইটারে তিনি এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
এতে তিনি বলেন, এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন গণচীনকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করা হোক। আমাদের সরকারের পরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্ত উন্মুক্ত করার অংশ হিসেবে চীনের বিষয়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো রেইনা পরে স্থানীয় টেলিভিশনকে বলেন, আমাদের জিনিসগুলিকে খুব বাস্তবসম্মতভাবে দেখতে হবে এবং হন্ডুরাসের জনগণের জন্য সর্বোত্তম সুবিধা খুঁজতে হবে।
তবে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।