চুটিয়ে সঙ্গমের পর শুধু এক গ্লাস জল চাই- বিদ্যা বালান

0
147

‘ডার্টি পিকচার’ ছবির সিল্ক স্মিতা হয়ে শুধু নয়, বাস্তবেও বেশ বিন্দাস বিদ্যা বালান। যা বলেন তা একেবারেই খোলাখুলি। রাখঢাক ব্যাপারটা মোটেই তাঁর স্বভাবে নেই। তাই তো বিদ্যাকে যদি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয়, তাতেও ছক্কা হাঁকান।

হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল। করণ জোহরের রেডিও শো ‘কলিং করণে’ এসে যৌনতা প্রসঙ্গে একেবারে খুল্লমখুল্লা মন্তব্য করলেন বিদ্যা। এই রেডিও শোয়ে করণ জোহর বিদ্যাকে স্পষ্ট জিজ্ঞাসা করেন কীরকম যৌনতা পছন্দ। আলোতে নাকি অন্ধকারে? বিদ্যার সোজা জবাব, হালকা আলো!

করণের পরের প্রশ্নতেও ছক্কা হাঁকান বিদ্যা। করণ বিদ্যাকে জিজ্ঞাসা করেন, সিল্ক নাকি সুতির কাপড়! বিদ্যার পছন্দ, সুতির কাপড়। অন্যদিকে সঙ্গমের পর চকোলেট, গ্রিনটি বা হোয়াইন একেবারেই চলে না বিদ্যার। বরং এ ব্যাপারে বিদ্যার পছন্দ এক গ্লাস শুদ্ধ জল।

এখানেই আটকে থাকেননি বিদ্যা। যৌনতা প্রসঙ্গে বিদ্যা স্পষ্ট জানিয়েছেন, সঙ্গমের ক্ষেত্রে শুরুটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুটা যদি রোমান্টিক হয়, তাহলে শেষটাও হবে পারফেক্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here