কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে গোলাগুলি, আহত ৬

0
317
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে গোলা-গুলির ঘটনা ঘটেছে। এ সময় পৌর মেয়র কাদের মির্জা অনুসারীর ছয়জন গুলিবিদ্ধ হন। শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হড়ান্নাগো বাড়ির সামনের সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০), নূর আহম্মদের ছেলে জিসান (২৩), মো.সানি (২৭), চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে দিদার (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌর সভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল করেন। বসুরহাট পৌর-সভার ৯ নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা সন্ধ্যা ৭টার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে কাদের মির্জা অনুসারী ছয়জন গুলি বিদ্ধ হন। তবে প্রতিপক্ষ বাদল অনুসারীর কারও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here