করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু

0
220

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৩০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,৮০৩ ।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে দেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৪৪ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯ জনের।(বিবিসি বাংলা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here