ক্রিকেটার নাসুমের পিতা নিখোজ; থানায় সাধারণ ডায়রি

0
315
সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লা থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলো-য়াড় নাসুম আহমদের পিতা আক্কাস আলী (৫৬) নিখোঁজ রয়েছেন।  গত ৩০ এপ্রিল বিমানবন্দর থানাধীন পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০নং বাসা থেকে কাউকে কিছু না বলে তিনি বের হয়ে যান।
এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) বিমানবন্দর থানায় সাধারণ ডায়রি করেন নাসুম আহমদ। ওইদিন তিনি আর বাসায় ফিরেননি। তার উচ্চতা-৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে, পড়নে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, নিখোঁ-জের ঘটনায় থানায় সাধারণ ডায়রি হয়েছে। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খোঁজে পেতে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here