দারিয়াপুর গ্রামে ব্রিজ নেই, হাজারো মানুষের ভোগান্তি !

0
190
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ব্রিজটি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাঁখারীদহ বাজার সংযোগ সড়কের দারিয়াপুর গ্রামে একটি ব্রিজ না থাকায় হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তবুও টনক নড়ে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে শত শত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করেন। প্রায় এক বছর ধরে নির্মানের অভাবে এভাবেই পড়ে রয়েছে। নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
জীবিকার তাগিদে গ্রামের মানুষ এই পথ দিয়ে হরিণাকুন্ডু উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করছে। এই পথে চলাচল করতে গিয়ে সবচে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রিক্সা, ইজিবাইক ও নছিমন চালকরা। তাদের দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়।
এলাকাবাসী জানান, আম্ফান ঝড়ের পরের দিন ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। কিন্তু এখনো কোন কাজ হয়নি। নিরুপায় হয়ে এলাকাবাসী বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে ব্রিজটি নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত আছেন।
এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী লিয়াকত আলী জানান, ব্রিজটি দ্রুত নির্মান করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজটি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here