শিকদার শামীম আলমামুন, মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই, যা হাতে পেলে শিক্ষার্থীদের মন ভালো হয়, লেখাপড়ায় আরও মনোযোগী হয়, সেই জন্য শেখ হাসিনা প্রতিটি ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছে দিচ্ছেন।
রবিবার (০১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে, তাদের জন্য ১৭ লাখ বই দেওয়া হয়েছে, অন্যদিকে সারা দেশে ৪ কোটি ছেলে মেয়ে বিনামূল্যে এই নতুন বই পাবে। সরকার হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে শিক্ষার্থীদের জন্য যা বিশ্বের আর কোনো দেশে নেই।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন প্রমুখ।