পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদায় পদোন্নতি পেলেন অতিরিক্ত ডিআইজি বাসুদেব বণিক । গত রবিবার ২৭শে ডিসেম্বর ২০২০, জনপ্রশাসন মন্ত্রণালয় ‘ডিআইজি (গ্রেড-৩)’ পদে পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ড সভা তার পদোন্নতি অনুমোদন করেছেন।
উল্লেখ্য, যে জনাব বাসুদেব বণিক মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাধীন দিঘলীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছোট বেলা থেকেই চট-পটে এবং অসম্ভব মেধাবী ছিলেন।
বিনয়ী, সৎ ও নম্র স্বভারের জন্য তিনি সকলেরই প্রিয় ব্যক্তিত্ব। বাংলাটপনিউজ২৪.কমের পক্ষ থেকে জনাবের প্রতি রইল বিনয়ী শ্রদ্ধা আর ভালবাসা। তার উত্তরোত্তর সাফল্য দেশ ও জাতীর কল্যাণ বয়ে আনুক।
#মোহাম্মদ নজরুল ইসলাম/বাংলাটপনিউজ২৪.কম #