দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল।
এ সময় ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি প্রাইভেট রেলগেটের উপর ওঠে পড়ে।
এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের চালক ও ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহত ৩ জনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে।