ডিএনসি উপ-পরিচালক আনিছুর রহমান পেলেন শুদ্ধাচার পুরস্কার !

0
101

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কারের জন্য রাজশাহী বিভাগীয় পর্যায়ে মনোনীত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-
পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান। সরকারী কর্মকর্তা- কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে শুদ্ধাচার পুরস্কারের জন্য রাজশাহী বিভাগীয় পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান কে মনোনীত করার বিষয়টি জানানো হয় গত ২৩ জুন/২২।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান প্রায় ৩ বছরের অধিক সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সভা, সমাবেশ, কর্মশালা, বৈঠকসহ বিভিন্নভাবে কাজ করে চলেছেন।

অনেক সফল অভিযান, মাদক সেবী ও ব্যবসায়ীদের আটক এবং আইনী ব্যবস্থা নিয়েছেন। আগামীতে সফল ভাবে কাজ করার জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি-দপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here