আগামী দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। ১৫০ ডলারের ওপরে উঠেছে। সেক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, এ সিদ্ধান্ত এখনও হয়নি। বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
নসরুল হামিদ আরও বলেন, ‘জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতেও মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে। তবে, এ ব্যাপারে হিসাব-নিকাশ চলছে।
গত ৫ আগস্ট রাত ১২টার পর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকা ছিল।