নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ দুই কেঁজী গাঁজাসহ আব্দুল আউয়াল (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হলেও পালিয়েছে অপর মাদক কারবারি মোক্তার হোসেন (২৯)। গত ১৪ অক্টোবর বুধবার বিকেলে বন্দর থানার নবীগঞ্জ ডিলারবাড়ী এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৭(১০)২০।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা শামীমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে বন্দর থানার নবীগঞ্জ ডিলার বাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ বন্দর ইউনিয়নের কুমিযারা পূর্বপাড়া এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে মাদক কারবারি আব্দুল আউয়ালকে আটক করে।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নবীগঞ্জ ডিলারবাড়ী এলাকার মৃত সামেদ মিয়ার ছেলে অপর মাদক কারবারি মোক্তান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ আটককৃত মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।