দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ করোনা আক্রান্ত !

0
195
করোনা আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন খবরটি। সেই সঙ্গে সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রাম চরণের বাবাও দক্ষিণী ছবির আরেক সুপারস্টার চিরঞ্জীবী।
মঙ্গলবার সকালে নিজেই টুইট করেন রাম চরণ। তিনি জানান, উপসর্গহীন থাকার কারণে হাসপাতালে ভরতি না হয়ে আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন থাকবেন তিনি। নিজের স্বাস্থ্যের পরবর্তী আপডেটও তিনি নিজেই জানাবেন।
এদিকে গত সপ্তাহেই একটি ক্রিসমাস পার্টিতে গিয়েছিল‌েন সুপারস্টার। নিজেই টুইট করে সেই পার্টির ছবি সকলের সঙ্গে শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা গিয়েছে ওই পার্টিতে তাঁর সঙ্গে ছিলেন অল্লু অর্জুন, নীহা রিকার মতো অন্য দক্ষিণী তারকারা। এছাড়াও পার্টিতে গিয়েছিলেন সাই ধরম, বরুণ তেজ, অল্লু ববি প্রমুখরা। (সূত্র: প্রতিদিন-কলিকাতা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here