পবিত্র ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এর ফলে দেশের বিভিন্ন মহাসড়ক গুলোতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
তবে বাড়ি যাওয়ার পথে অসহনীয় ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হলেও ফেরার পথ স্বস্তিদায়ক বলে জানিয়েছেন কর্মজীবীরা।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বিভিন্ন মহাসড়কের ঘুরে এমন চিত্র দেখা গেছে। মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা।
নেই যানজট বা পরিবহনের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন। চলাচল করছে অসংখ্য ব্যক্তিগত গাড়িও।