ফার্মেসী দোকানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট !

0
68

মো: সহিদুল ইসলাম শিপু: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিভিন্ন ফার্মেসী দোকানে হাত বাড়ালেইমিলছে জীবন ও যুবসমাজ ধ্বংসকারি যৌন উত্তেজক ট্যাবলেট। ঐ সব ট্যাবলেট গুলোর মধ্যে রয়েছে সিনাগ্রা, পাওয়ার-৩০, নিশাত, পাগলু, সহ নানা ধরনের লাইসেন্সবিহীন কোম্পানীর ট্যাবলেট।

সরেজমিনে বন্দর বিভিন্ন এলাকার ফার্মেসী দোকান গুলোতে গিয়ে দেখা গেছে, লাইসেন্স বিহীন দোকানে ছোটবড় ছাত্র বৃদ্ধ, বিবাহিত এবং অবিবাহিত থেকে শুরু করে প্রায় সব ধরনের মানুষের নিকট ৩০, ৫০, ১০০ টাকা মূল্যে ট্যাবলেট বিক্রি করা হচ্ছে।

ট্যাবলেট গুলোর বেশী ভাগই নিম্ন মানের কোম্পানির তৈরি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফার্মেসীর মালিকদের সাথে কথা বললে তারা বলেন, যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রিতে লাভ দ্বিগুন হয়, তাছাড়া বাজারে যৌন উত্তেজক ট্যাবলেটের ব্যাপক চাহিদা থাকায় বিক্রি করি। অথচ এসমস্ত ভেজাল যৌন উত্তেজক ট্যাবলেট সেবনকারী মারাও যেতে পারে।

এটা তাদের বোধগম্য নয়। আসলে একদিকে যেমন অর্থলোভি দোকানদার অসচেতনতা, অন্যদিকে প্রসাশনের অবহেলা ঠিক সে কারনেই বেপরোয়া হয়ে গড়ে উঠেছে ঐ সমস্ত ঔষুধের দোকান।

এলাকাবাসীর দাবী যত দ্রুত সম্ভব ফার্মেসীগুলোর জরুরী মনিটরিং করে এ সমস্ত ভেজাল যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি বন্ধ করা দরকার। না হলে জীবন ও যুবসমাজ ধ্বংসকারি যৌন উত্তেজক ট্যাবলেটের কারনে অচিরেই ধ্বংস হয়ে যাবে যুবসমাজ।

এ ব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত-এ-খুদা বলেন, যত দ্রুত সম্বব আমরা ফার্মেসী দোকান গুলোতে অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here