গাড়ি দুর্ঘটনায় আহত হলেন বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার মালাইকা অরোরা। খবর অনুযায়ী, আহত অবস্থায় তাঁকে মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় মালাইকা সুস্থ রয়েছেন। আঘাত খুব একটা গুরুতর নয়।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হঠাৎই ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে।
দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত করছে। ঠিক কী ঘটেছিল তা জানারও চেষ্টা করছে পুলিশ।
শনিবার দুপুরে একটি ফ্যাশন শুটে হাজির হয়েছিলেন মালাইকা। সেই অনুষ্ঠান থেকে ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।