চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোমস্তাপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শনিবার নারীসহ আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৫ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টি-জেন টেস্টে একজনের রিপোর্ট পজিটিভ রেজাল্ট আসে।
এদের মধ্যে রহনপুর পৌর এলাকার ২ জন, বোয়ালিয়া ইউনিয়নের ২ জন, বাঙ্গাবাড়ী ইউনি-য়নের ১জন ও রাজশাহীর রয়েছেন ১ জন। এদের বয়স ৩০ থেকে ৬৫ বছরের মধ্যে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে গোমস্তা পুর উপজেলার ৩৩জন, নাচোল উপজেলার ২ জন, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ সদর, নিয়ামত পুর ও ভোলাহাট উপজেলার ১জন করে রয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ১১জন, চিকিৎসা নিচ্ছে ২৭জন ও মৃত্যু বরণ করেন ১ জন।