চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বাসস্থান নিশ্চিত করতে গোমস্তাপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা ৯৫টি বাড়ী হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। টয়লেট ও রান্নাঘরসহ ২কক্ষ বিশিষ্ট আধাপাকা এ ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় একযোগে এ বাড়িগুলো ভূমি হীনদের মাঝে হস্তান্তর করবেন। উপজেলা ভুমি সার্ভেয়ার মিজানুর রহমান জানান, উপ-জেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩ টি, চৌডালা ইউনিয়নে ২০টি, রহনপুর ইউনিয়নে ১৩ টি, রাধানগর ইউনিয়নে ৮ টি, বোয়ালিয়া ইউনিয়নে ৪ টি, আলিনগর ইউনিয়নে ১৫ টি, পার্বতীপুর ইউনিয়নে ৫ টি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে ৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহগুলো দেয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৫ সালের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত গৃহহীনদের এ ঘরগুলো দেয়া হচ্ছে। তিনি আরো জানান, ঘরগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।