চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক প্রতারক এর বিরুদ্ধে। শুধু চাকরির নামে প্রতারণা নয়, শেষ পর্যন্ত ভুক্তভোগীকে সর্বস্বান্ত করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার প্ররোচনারও সত্যতা পাওয়া যায় এই প্রতারক এর বিরুদ্ধে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ৯ টার দিকে জেলার গোমস্তাপুর থানাধীন কলাই দিয়ার গ্রামস্থ মোঃ সুজাউদ্দিনের আম বাগানে ভুক্তভোগীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ। নিহত যুবক উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা গ্রামের আবুল কালাম আজাদ @ রেন্টুর ছেলে মোঃ সুমন আলী (২৬)।
চাকরির প্রলোভনে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত প্রতারক গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মোঃ সানাউল্লাহ (৪৫)। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায় সুমন।
অনুমান সাড়ে ৭ টার সময় সুমন (২৬)কে সুজাউদ্দিনের আম বাগানে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গলায় ফাঁসসহ নিহত যুবকের লাশ উদ্ধার করে। ভুক্ত-ভোগী সুমনের পরিবার জানায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার লক্ষ্যে প্রতারক সানাউল্লাহকে একই গ্রামের জনৈক ব্যক্তির মাধ্যমে ৮ লক্ষ ৭০ হাজার টাকা দেয়।
বেশ কিছুদিন হয়ে গেলেও আমার ছেলে সুমনের চাকুরি না হওয়ায়, উক্ত টাকা ফেরত চায়। কিন্তু প্রতারক সানাউল্লাহ কালক্ষেপ-নসহ বিভিন্ন প্রকার হুমকি দেয় এবং টাকা না দেওয়ায় হতাশায় ভিকটিম অর্থাৎ আমার সন্তান সুমন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এখন আমার ছেলেকে আত্মহত্যায় বাধ্য করা প্রতারক সানাউল্লাহর ফাঁসি চাই।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, আত্মহত্যার ঘটনায় সংবাদ পাওয়ার পর ভিকটিম এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশ প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম সুমন ও তার পরিবার একই গ্রামের সানাউল্লাহ (৪৫) নামের এক প্রতারক কে সেনাবাহিনীতে চাকরির জন্য প্রায় ৯ লক্ষ টাকা প্রদান করে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে প্রতারক সানাউল্লাহ চাকরির নামে অর্থ আত্মসাৎ এর বিষয়টি স্বীকার করে। এই ঘটনায় প্রতারক সানাউল্লাহ (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।