গুণীজন সম্মাননা পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার

0
107

শরীয়তপুর প্রতিনিধি:  মহান মুক্তিযুদ্ধে ও সাংবাদিকতায় বিশেষ তাৎপর্যপূর্ণ অবদান রাখায় শরীয়তপুর প্রেসস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারকে বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সম্প্রতি গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

৩০ জুলাই শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে সদর উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করা হয়। সদর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুল আজিজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মুক্তিযোদ্ধা এডভোট সুলতান মাহমুদ সীমন, মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই প্রমূখ।

এর পূর্বেও তিনি মাদার তেরেসা গোল্ড মেডেল, শেরে বাংলা শান্তি পদক, সীমান্ত কালচারাল ফাউন্ডেশন পদক, ২১শে সম্মাননা পদক পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here