শরীয়তপুর প্রতিনিধ ॥ পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলতে গিয়ে চাঁদা দাবীর সম্মুখিন হয়েছেন জাজিরা উপজেলার নাওডোবা চান্দু মিনার কান্দি গ্রামের মৃত আফসের মোল্যার ছেলে কোহিনুর মোল্যা। চাঁদা বিহীন পৈত্রিক সম্পত্তি তে ঘর তুলতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশসনের সহায়তা কামনা করছেন তিনি।
কোহিনুর মোল্যার লিখিত অভিযোগ থেকে জানাগেছে, কোহিনুর মোল্যার পিতা আফসের মোল্লা জাজিরা উপ-জেলার পশ্চিম নাওডোবা মৌজার ২৯১ নং খতিয়ানে ১৭০৫ নং দাগের ১৭ শতাংশ (বাড়ি শ্রেণি) জমি থেকে ৮.২৫ শতাংশ জমির মালিক।
তার পিতার মৃত্যু পরবর্তী সেই জমিতে গত ৭ জুলাই ঘর নির্মাণ করতে যায় কোহিনুর মোল্যা। সেখানে পার্শ্ববর্তী আরব আলী মৌলভী কান্দি গ্রামের মৃত নাসের মোল্যার ছেলে আলমগীর মোল্যা, আলমাস মোল্যা ও আলি হোসেন মোল্যা ঘর নির্মানে বাধা দিয়ে চাঁদা দাবী করেন।
কোহিনুর মোল্যা জানায়, বিবাদীরা প্রথমে তাকে পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা কোহিনুর মোল্যার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে রাজী না থাকায় ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
আমি বিবাদীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আমি পৈত্রিক ভিটায় ঘর নির্মান করতে আইনী সহায়তা কামনা করছি।