চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান

0
196

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত অভিান চালিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।

এসময় ২ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ অন্যান্য সহকর্মীরা।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলা মৎস্য দপ্তরের এক প্রেসনোটে জানানো হয়, ২২ অক্টোবর বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত নারায়নপুর ঘাট হতে আলীমনগর ঘাট পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ মিটার ও মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

অভিযানে প্রায় ৮ কেজি ইলিশ উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জালগুলো আলীমনগর ঘাটে জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here