পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তাসনিয়া ফারিণের। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি মাধ্যমে এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি।
এই মুহূর্তে তার অনুরাগীদের জন্য মন খারাপ করা খবর হলো, ফারিণ অসুস্থ। সম্প্রতি তার একটি অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার এ খবর ফারিন নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা গেছে, তিনি হাসপাতালে। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। ছবিটির সঙ্গে ফারিণ লিখেছেন, জীবনের প্রথম অপারেশন হলো। তাও আবার এক অপরিচিত দেশে।
সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।জানা গেছে, ব্যাংককের একটি হাসপাতালে রয়েছেন ফারিণ। সেখানেই তার অপারেশন হয়েছে।