শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যান পরিষদ কর্তৃক দু:স্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যান পরিষদ কর্তৃক দু:স্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি। এসময় ৩০০ দু:স্থ ও অসহায় মানুষদের হাতে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ প্রমুখ।